Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫


স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক পদে রদবদল

Main Image

ছবিঃ প্রতীকী


স্বাস্থ্য অধিদপ্তরে নতুন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক। একই আদেশে জাতীয় পুষ্টি পরিষদ এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট-এর গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে। 

 

সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

ডা. খায়ের আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন হয়েছেন। তিনি এই পদে ডা. মো. রিজওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, ডা. মো. রিজওয়ানুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

আরেকটি প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে পুনরায় পদায়ন করা হয়েছে। তিনি আগেও এই পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সংযুক্ত থাকা ডা. মো. জানে আলম মৃধাকে হাসপাতালটির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন