Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


বিএমইউতে গ্যাবাপেন্টিনয়েডস নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আজ “নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা (Role of Gabapentinoids in Neuropathic Pain Management)” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার ও সিএমই অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল ইসলাম সেমিনার হলে আয়োজিত হয়।

 

সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ শাকুর। প্রধান অতিথি ছিলেন বিএসপিএমআর-এর সভাপতি প্রফেসর ডা. মো. তাসলিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউ ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমামুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম এবং সেমিনার পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।

 

প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ কে এম সালেক, প্রফেসর ডা. মনিরুজ্জামান খান, প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রফেসর ডা. আলী এমরান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম নবি আজাদ, সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ডা. নাদিয়া রহমান।

 

অনুষ্ঠানের বিশেষ পর্বে নতুন ফিজিয়াট্রিস্ট (FCPS I, MD) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভাগের কার্যক্রম ও ২০২৪ সালের জুলাই মাসে আহতদের চিকিৎসায় বিভাগের অবদান তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়।

 

সেমিনারটি অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন