Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


মেডিকেল শিক্ষার্থীদের আয়োজনে ‘ওয়াক দ্য টক ২০২৫’ অনুষ্ঠিত

Main Image

ছবিঃ ডক্টরটিভি


বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “Walk the Talk 2025” শীর্ষক জাতীয় সমাবেশ। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি), ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (এনআইএমএইচ) ও বিএমইউর মনোরোগ বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রমে ছিল সচেতনতামূলক র‌্যালি, ফটো প্রদর্শনী, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার এতে অংশ নেন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএপি-এর মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন ও বিএমএসএস সভাপতি ড. ইফতেখার আহমেদ সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউ মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আহসান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইএমএইচ পরিচালক প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, বিএপি কনভেনার প্রফেসর ড. মো. আব্দুল মত্তালিব, বিএমইউ উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুল আলম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, যিনি ফটো প্রদর্শনীতে তরুণ আলোকচিত্রীদের কাজ দেখে প্রশংসা করেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. মো. সায়েদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ মনোরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।

 

এ সময় “আত্মহত্যা প্রতিরোধ” থিমে জাতীয় ফটোগ্রাফি ও স্লোগান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিএমএসএস ও বিএপি-এর মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

 

আয়োজকরা জানান, “Walk the Talk 2025” মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আত্মহত্যা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
 

আরও পড়ুন