ছবিঃ সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে প্রথমবার পালিত হলো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির জীবনরক্ষাকারী ভূমিকা তুলে ধরতে এবং জনসচেতনতা বাড়াতে ঢাকায় প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস পালন করেছে এভারকেয়ার হাসপাতাল। বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় ৭ সেপ্টেম্বর।
আজ (মঙ্গলবার) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার, ঊর্ধ্বতন কর্মকর্তা, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে বক্তারা রেডিওথেরাপির আধুনিক অগ্রগতি, রোগীদের জন্য চিকিৎসা সহজলভ্য করার প্রয়োজনীয়তা এবং এ চিকিৎসা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রযুক্তি, উদ্ভাবন ও বিশেষায়িত দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উন্নত রেডিওথেরাপি সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা ও রোগীদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ এভারকেয়ার হাসপাতাল।
উল্লেখ্য, ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার সপ্তাহে প্রথমবার বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস পালিত হয়। ২০২৫ সালের শুরুতে দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এর লক্ষ্য ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি, চিকিৎসা সহজলভ্য করা এবং প্রচলিত ভুল ধারণা দূর করা।
আরও পড়ুন