ছবিঃ ডক্টরটিভি
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) অডিটোরিয়ামে চলছে ওয়াক দ্য টক ২০২৫ শীর্ষক জাতীয় সমাবেশ। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস)-এর আয়োজনে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত চলবে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি), ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (এনআইএমএইচ) এবং বিএমইউর মনোরোগ বিভাগ।
অনুষ্ঠানে রয়েছে সচেতনতামূলক র্যালি, ফটো প্রদর্শনী, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএপি-এর মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন এবং বিএমএসএস সভাপতি ড. ইফতেখার আহমেদ সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন বিএমইউ মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বিএমইউ মনোরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।
এছাড়া ফটো প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, যিনি তরুণ আলোকচিত্রীদের কাজ দেখে প্রশংসা করছেন। পাশাপাশি “আত্মহত্যা প্রতিরোধ” থিমে আয়োজিত জাতীয় ফটোগ্রাফি ও স্লোগান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করার আয়োজনও চলছে।
আয়োজকরা বলছেন, ওয়াক দ্য টক ২০২৫ মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আত্মহত্যা প্রতিরোধে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।
আরও পড়ুন