Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫


চট্টগ্রামে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা দুর্ভাগ্যজনক: স্বাস্থ্য উপদেষ্টা

Main Image

ছবিঃ সংগৃহীত


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই স্বাস্থ্যসেবা খুবই সীমিত। তিনি বলেন, “সরকারি পর্যায়ে আমাদের শুধু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক।”

 

গত ৫ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।
 

নূরজাহান বেগম বলেন, “সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে। অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত একটা অর্থনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরও আমরা সরকারের অগ্রাধিকার অনুযায়ী সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সরকারের আর্থিক অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা স্বাস্থ্যখাতে অনেক কাজ করে যাচ্ছি। হার্টের রোগীদের রিং এর দাম কমানো হয়েছে, ক্যান্সারের ঔষধসহ অনেক ঔষধের দাম কমানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, “দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। এক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম। এটি চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন করোনা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

 

নার্সদের দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “আমাদের নার্সদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষভাবে তৈরি করতে হবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বাড়াতে হবে। জাপানে প্রচুর নার্সের চাহিদা রয়েছে। তাদেরকে জাপানি ভাষা শিখতে হবে। এজন্য আমাদের কেয়ার গিভার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।”

আরও পড়ুন