ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৩০ জনেই অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক রোগীর সংখ্যা:
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে—
মাসভিত্তিক ডেঙ্গু রোগীর পরিসংখ্যান (২০২৫):
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে।
আরও পড়ুন