Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫


শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত করেছে বিএনএমসি

Main Image

ছবিঃ সংগৃহীত


 ঢাকার দুটি বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান  শ্যামলী নার্সিং কলেজ এবং ট্রমা নার্সিং কলেজের কার্যক্রমে অনিয়ম ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান দুটির অনুমোদন আগামী দুই বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)।

 

বুধবার, ৩ সেপ্টেম্বর, কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তারের স্বাক্ষরিত একটি অফিসিয়াল নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দুই কলেজের শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে হাসপাতালের ডিউটিরত অবস্থায় এবং শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে অশ্লীল ভঙ্গিমায় টিকটক ও রিলস ভিডিও ধারণ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলের ভাষ্য অনুযায়ী, এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নার্সিং পেশার সামাজিক মর্যাদা ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিএনএমসি মনে করে, এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা লঙ্ঘনই নয়, বরং নার্সিং শিক্ষার মান ও সেবার নৈতিকতার পরিপন্থী। ফলে এমন গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত না শেষ হলেও প্রাথমিকভাবে প্রতিষ্ঠান দুটির অনুমোদন দুই বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

তবে, নোটিশে এই ঘটনার সময়কাল, ভিডিওর প্রকৃতি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এছাড়াও শিক্ষার্থীদের কাদের নির্দেশে বা কীভাবে এমন কাজে বাধ্য করা হয়েছে — সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন