Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫


ঢাকা দক্ষিণে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

Main Image

ছবিঃ সংগৃহীত


আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শিশুদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএসসিসির নগরভবনে অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

 

ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। দুই পর্যায়ে পরিচালিত এই কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রথম পর্যায়ে, ১২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে, ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের টিকাদান করা হবে।

 

এছাড়া, ১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) প্রতিটি ওয়ার্ড কার্যালয়ের ৭৫টি স্থায়ী কেন্দ্র থেকেও টিকা গ্রহণ করা যাবে।

টিকা গ্রহণের জন্য অনলাইনে শিশুর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd


ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন অনলাইনে নেই, তাদেরকে ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, “টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। আমরা চাই, এই কার্যক্রম সবার সহযোগিতায় উৎসবে পরিণত হোক।” তিনি জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে আঞ্চলিক কার্যালয়গুলোতে বিশেষ নির্দেশনা দেওয়ার কথাও জানান।
 

আরও পড়ুন