ছবিঃ ডক্টরটিভি
বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মিন্টু রোডের আবু সাঈদ কনভেনশন হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ। নবনির্বাচিত কমিটিকে উত্তরীয় পরিয়ে বরণ করেন এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং সচিব মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, "ইব্রাহিম স্যার সম্পর্কে বই লিখলেও শেষ হবে না। ঢাকা মেডিকেল কলেজের ক্লাসরুমে যারা তাঁর কাজ নিয়ে টিটকারি করেছেন তাদেরকে কেউ মনে রাখেনি। কিন্তু ইব্রাহিম স্যার পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্যসেবাদানকারী অলাভজনক প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন। নিজ হাতে ইটের পর ইট গেঁথে তিনি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। বিরাজমান অসুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদেরকে কেবল একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত করে। জ্ঞান বা সাফল্যকে সবার সাথে ভাগাভাগি করার মানসিকতা এখানে কম। হাসপাতালের টিমগুলোর মাঝে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বারডেম সেবার দান ও মানের ক্ষেত্রে উদাহরণ তৈরি করছে।"
নতুন কমিটির দায়িত্বের প্রসঙ্গে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, "বারডেম দেশের চিকিৎসা খাতে একটি পথিকৃৎ হিসেবে কাজ করছে। আপনাদের দায়িত্ব অনেক, আমি নিশ্চিত আপনারা সে দায়িত্ব পালনে ভূমিকা রাখবেন।"
অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বারডেমের ভবিষ্যৎ সাফল্যে তাদের অবদানের আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন