স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ তিন হাজার চিকিৎসককে আগামী অক্টোবর মাসে নিয়োগ দেওয়া হবে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। তবে সরকার ধাপে ধাপে নতুন ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে তিন হাজার চিকিৎসককে বিভিন্ন অঞ্চলে পদায়ন করা হবে।
তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় এসব চিকিৎসক পাঠানো হবে। পাশাপাশি কনসালটেন্টদের পদোন্নতি কার্যক্রমও চলছে। ইতোমধ্যে ১ হাজার ৮০০ কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন, বাকিদের পদোন্নতিও চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।
আইসিইউ সেবা উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে নূরজাহান বেগম বলেন, প্রতিটি আইসিইউতে একজন কনসালটেন্ট, তিনজন নার্স এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা হবে। এর ফলে রোগীরা আরও উন্নত চিকিৎসা পাবেন।
তিনি জোর দিয়ে বলেন, দেশের সামর্থ্য ও সীমাবদ্ধতার মধ্যেও জনগণের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুন