গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন।
একই সময়ে ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৫ হাজার ৫৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এ বছর এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।
তুলনায়, ২০২৪ সালে সারাদেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন।
আরও পড়ুন