Ad
Advertisement
Doctor TV

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


আন্তঃমেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “CMOSHMCDC Skywalkers”

Main Image


আন্তঃমেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের দল “CMOSHMCDC Skywalkers” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

 

প্রতিযোগিতার ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল — “এই সংসদ মানবদেহে জেনেটিক মডিফিকেশন ও প্রযুক্তি ব্যবহারে অনুতপ্ত”। দেশের ২৪টি মেডিকেল কলেজ থেকে আগত প্রতিযোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ রানার্সআপ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ তৃতীয় স্থান অধিকার করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি। এছাড়া বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো: জাহিদুল হাসান, পরিচালক প্রশাসন ডা. মোঃ নুরুল হক, প্রফেসর ডা. জালাল উদ্দিন, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডা. একে এম আশরাফুল করিম এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মুন্না।

 

ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সাকিব। অন্যদিকে, ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের তাসদিদ ইসলাম তুরাব।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার প্রশংসা করে বলেন, “এত অল্প সময়ে একটি বিষয় নিয়ে অধ্যয়ন করে যে মেধা ও যুক্তি উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক।”

 

সফল আয়োজনের জন্য আয়োজক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন