Ad
Advertisement
Doctor TV

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে মানববন্ধনে হামলার অভিযোগে রনিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

Main Image


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনে হামলার অভিযোগে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি দাখিল করেন।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগটি যাচাই-বাছাই চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে ১২ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। নাম প্রকাশিতদের মধ্যে রয়েছেন—মহিউদ্দিন রনি (৩০), রাকিন (২৫), সুনান (২৪), সিফাত (২৩), শামিম (২৫), আল মুসা (২৬), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সিফা (২২), দাইয়ান (২১), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি (৩০), এইচ এম আবুল খায়ের (৫০), হাসপাতালের দালাল নুরুন নাহার (৪০) এবং কনটেন্ট ক্রিয়েটর মো. সিয়াম ওরফে ন্যাভাই (৩৮)।

 

লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের ফটকের সামনে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। ওই সময় অভিযুক্তরা চাপাতি, রড, হকিস্টিক ও লাঠিসোঁটার মতো দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে আক্রমণ চালান। এতে মহিউদ্দিন রনি পরিচ্ছন্নতাকর্মী রফিকুল পাটোয়ারীর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। অন্য আসামিরা উপস্থিতদের নির্বিচারে মারধর করে, যার ফলে অফিস সহায়ক মো. পারভেজ, আয়া সেলিনা আক্তার, অফিস সহায়ক মো. রাব্বি ও পরিচ্ছন্নতাকর্মী মো. শামীমসহ কয়েকজনের হাত ভেঙে যায়। এছাড়া নার্স ও আয়াদের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীরা সরে গেলে আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপপরিচালক এস. এম. মনিরুজ্জামানকে প্রধান করে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন