ছবিঃ সংগৃহীত
নবজাতকের মৃত্যুহার হ্রাস ও জরুরি পরিস্থিতিতে দক্ষ সেবার নিশ্চয়তায় নার্সদের প্রশিক্ষণের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে অনুষ্ঠিত হলো জাতীয় রিসাসসিয়েটেশন বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকে নিওনেটোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও মেডিক্যাল কলেজ থেকে আগত ২২ জন নার্স অংশগ্রহণ করেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। তিনি বলেন, “মুমূর্ষু অবস্থায় রোগীর কাছে সর্বপ্রথম থাকেন নার্সরাই। তাই তাদের এই ধরনের প্রশিক্ষণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবজাতকের সংকটকালীন মুহূর্তে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন পদ্ধতি প্রয়োগে হাজারো প্রাণ রক্ষা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “নবজাতকের মৃত্যুর অন্যতম কারণ নিওনেটাল অ্যাসফিক্সিয়া। দ্রুত ও সঠিক পদক্ষেপে এই মৃত্যু রোধ সম্ভব। আজকের কর্মশালা এই দক্ষতা অর্জনের একটি বড় সুযোগ।”
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান এবং সভাপতিত্ব করেন নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন এম আর খান শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আফরোজ এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ সাহা।
ডা. সাহা জানান, বর্তমানে দেশে প্রতি হাজারে ২০ জন নবজাতকের মৃত্যু হয়, যার প্রায় ৩০ শতাংশের কারণ নিওনেটাল অ্যাসফিক্সিয়া। তিনি বলেন, “এই প্রশিক্ষণ নার্সদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শুধুমাত্র নবজাতকের জীবন বাঁচাতেই নয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা জানান, বিএমইউ প্রশাসনের নেতৃত্বে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, এই প্রশিক্ষণ তার একটি উজ্জ্বল উদাহরণ।
আরও পড়ুন