ছবিঃ সংগৃহীত
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশিষ্ট হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি ও ভাইরোলজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হয় বিশেষ র্যালি ও সায়েন্টিফিক সেমিনার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় ১ কোটি মানুষ আক্রান্ত। আর বেসরকারি হিসাবে, এ রোগে প্রতি বছর প্রাণ হারান ২০ হাজারেরও বেশি মানুষ।
বিশ্বব্যাপী হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রতি বছর মৃত্যু ঘটে প্রায় ১.৪ মিলিয়ন মানুষের। এর মধ্যে অধিকাংশই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। এ কারণে ভাইরাল হেপাটাইটিসকে একটি নীরব ঘাতক বলা হয়ে থাকে। এটি লিভারের প্রদাহ, সিরোসিস এবং পরবর্তীতে লিভার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।
হেপাটাইটিস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরেন।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করলে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব। তাই আজকের এই দিনে সকলের প্রতি আহ্বান, হেপাটাইটিস সম্পর্কে সচেতন হই এবং রোগটির নির্মূলে সম্মিলিতভাবে কাজ করি।
আরও পড়ুন