Advertisement
Doctor TV

সোমবার, ২৮ জুলাই, ২০২৫


মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি: স্বাস্থ্য উপদেষ্টা

Main Image

ছবিঃ সংগৃহীত


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা দিনরাত পরিশ্রম করে চলেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণআন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় গর্বের অংশ। কিন্তু একইসঙ্গে জুলাই মাস আমাদের বেদনাবিধুর ইতিহাসও বয়ে আনে, যখন আমরা হারিয়েছি অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষকে। তাঁদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে অম্লান থাকবে।”

 

তিনি বলেন, “ মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা গভীর, তা একমাত্র সেই পরিবারই বুঝতে পারে। আমরা সেই ব্যথাকে সম্মান জানিয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।”

 

নূরজাহান বেগম আরও বলেন, “আমি প্রার্থনা করি, যেন আর কোনো মর্মান্তিক ঘটনা আমাদের সামনে না আসে। সবাই মিলে একটি সহনশীল, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসকদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করে বলেন, “জুলাইয়ের সেই বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা নিজের জীবন ঝুঁকিতে ফেলে দায়িত্ব পালন করেছেন। জাতি তাঁদের এই ত্যাগ কখনো ভুলবে না।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আরও পড়ুন