Advertisement
Doctor TV

সোমবার, ২৮ জুলাই, ২০২৫


বিএমইউতে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস পালিত

Main Image

ছবিঃ সংগৃহীত


রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বিএমইউর হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় দিনব্যাপী “ফোরথ ন্যাশনাল ওয়ার্কশপ অন হেড নেক মাইক্রোভাসকুলার ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন” শীর্ষক কর্মশালা ও সায়েন্টিফিক সেশন। এতে দেশব্যাপী প্রায় ৬০০ নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্বের খ্যাতনামা হেড-নেক সার্জন—নিউইয়র্ক থেকে প্রফেসর যতিন শাহ, দিল্লি থেকে প্রফেসর অলক ঠাকুর এবং মুম্বাই থেকে ডা. পিএস পাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, “হেড-নেক ইনফেকশনের উৎস হিসেবে ওরাল ক্যাভিটিকে অবহেলা করা যাবে না। বিএমইউ চিকিৎসা উন্নয়নে নানা ইনোভেটিভ ও আধুনিক কার্যক্রম পরিচালনা করছে এবং চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান তরফদার এবং অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন সিদ্দিকসহ দেশের বরেণ্য নাক-কান-গলা বিশেষজ্ঞরা।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোঃ আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সায়েন্টিফিক সেশনে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা দেশের নাক, কান ও গলার ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন