ছবিঃ সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩৬ জন রোগী বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে, চারজন চিকিৎসা নিচ্ছেন মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ), ছয়জন ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ), আটজন অবস্থান করছেন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডব্লিউ), এবং ১৪ জন ভর্তি আছেন ইনস্টিটিউটের কেবিনে।
এই দুর্ঘটনার পর মোট ৫৬ জন পোড়া রোগীকে চিকিৎসা দিয়েছে বার্ন ইনস্টিটিউট। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন, দুইজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজনকে পাঠানো হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।
শনিবার বিকেলে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী—রাফসি আক্তার রাফিয়া (১২) ও আয়ান খান (১২)।
আরও পড়ুন