ছবিঃ সংগৃহীত
হেপাটাইটিস প্রতিরোধ, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫। এই উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) নানা কর্মসূচির আয়োজন করেছে।
দিনব্যাপী এই আয়োজনের শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে বিএমইউ বটতলা থেকে একটি জনসচেতনতামূলক র্যালির মাধ্যমে। র্যালিটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হবে।
র্যালি শেষে সকাল ৯টা থেকে শুরু হবে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার, যা অনুষ্ঠিত হবে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৪র্থ তলার লেকচার রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা লিভার বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও জনস্বাস্থ্য আন্দোলনের নেতৃবৃন্দ।
বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগে ভোগেন। এই বাস্তবতায় হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতিবছর ২৮ জুলাই পালন করা হয়—যা হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারক নোবেল বিজয়ী বিজ্ঞানী বারুচ ব্লুমবার্গ এর জন্মদিন।
আরও পড়ুন