Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


ড্যাব কেন্দ্রীয় নির্বাচন ৯ আগস্ট, তফসিল ঘোষণা

Main Image

ছবিঃ সংগৃহীত


বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনিরাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ আগস্ট (শুক্রবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভোটগ্রহণ চলবে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

 

প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকারের স্বাক্ষরে ২৫ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী, একই দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৭ জুলাই।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল শুরু হয়েছে ২৬ জুলাই থেকে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এই কার্যক্রম চলবে ২৮ জুলাই রাত ১০টা পর্যন্ত।

 

মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ২৯ জুলাই, যার পরদিন (৩০ জুলাই) পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩১ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন