Advertisement
Doctor TV

সোমবার, ২১ জুলাই, ২০২৫


উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ১৯, আহত অর্ধশতাধিকের বেশি

Main Image

ছবিঃ সংগ্রহীত


রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস ও বিভিন্ন হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের ১৩ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

 

নিহতদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ১ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ঘটনাস্থলে মারা গেছেন আরও একজন। আইএসপিআর ও হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে অর্ধশতাধিকের বেশি আহত ব্যক্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিধ্বস্ত হওয়া ভবনটি ছিল স্কুলের জুনিয়র শাখা, যেখানে ওই সময় নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার সময় স্কুল ছুটির পূর্ব মুহূর্ত হওয়ায় শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী এবং আশপাশে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিকট শব্দে ভবন কেঁপে উঠলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

 

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ১৩ মিনিট আকাশে উড়ার পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন