Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫


১৫ দিনে মতো চলছে স্বতন্ত্র তন্ত্র কাউন্সিলের দাবিতে ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলন

Main Image

ছবিঃ সংগৃহীত


সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র তন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার (১৫ জুলাই) ১৫তম দিনে পৌঁছেছে। আন্দোলনের ফলে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এদিনও শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ (ইউনানী) ও বগুড়ার হামদর্দ ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক এবং পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকেও সংহতি জানানো হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা একটি আইন ও স্বতন্ত্র কাউন্সিল গঠনের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। ১৯৯৬ সালের স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আদলে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য পৃথক কাউন্সিল গঠনের কথা থাকলেও সেটি আজও বাস্তব রূপ পায়নি।

 

চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন। এমন প্রেক্ষাপটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার সরকারি ঘোষণা এলেও আন্দোলনের কারণে কেউই ভর্তি হতে পারেননি। গত ১৩ জুলাই ছিল ভর্তি কার্যক্রমের শেষ দিন।

 

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলাদা কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত তারা কোনো নতুন শিক্ষার্থীর ভবিষ্যৎ বিনষ্ট হতে দেবেন না। শিক্ষার্থীদের দাবি, দ্রুত কাউন্সিল গঠনের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রয়োজন। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমনকি কাউন্সিল ছাড়া ভর্তি কার্যক্রমের সময় পুনর্নির্ধারণ করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন