Advertisement
Doctor TV

বুধবার, ১৬ জুলাই, ২০২৫


বিএমইউতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, “জুলাই বিপ্লব আবেগ নয়, এটি আমাদের গণতন্ত্রের বিজয়গাথা। এই বিপ্লবের চেতনাকে ধরে রাখার মধ্য দিয়েই এর সার্থকতা প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব নিয়ে ভবিষ্যতে বহু দেশে গবেষণা হবে, কেননা এটি একটি গণজাগরণের অনন্য দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা, ঐতিহাসিক গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “নিজ স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভাবাই এই বিপ্লবের মূল শিক্ষা।”

 

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, তবে চেতনাকে ধারণ করাই আমাদের দায়িত্ব।”

 

ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত ডকুমেন্টারির বিষয়বস্তু ও গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, “এই ডকুমেন্টারির মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাস জানানো ও সচেতন করা আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, জুলাই মাসকে ‘জুলাই গণঅভ্যুত্থান মাস’ হিসেবে স্মরণে রাখতে বিএমইউ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে এ ডকুমেন্টারি প্রদর্শনী ছিল অন্যতম।

আরও পড়ুন