Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫


জারি হয়েছে ডা. স্বপ্নীলসহ ১২ চিকিৎসকের বিভিন্ন মেয়াদের রেজিস্ট্রেশন স্থগিতের প্রজ্ঞাপন

Main Image


চিকিৎসায় অবহেলা, ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে আলোচিত গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ ১২ জন চিকিৎসক এবং একজন চিকিৎসা সহকারীর রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সোমবার (১৪ জুলাই) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

গত ২১ জুন অনুষ্ঠিত বিএমডিসির শৃঙ্খলা কমিটির বৈঠকে রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০-এর ৬১(২৩)(১) ধারা এবং প্রবিধানমালা, ২০২২-এর ৩৬(৪)(খ) বিধির আলোকে তাদের রেজিস্ট্রেশন নির্ধারিত মেয়াদের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ে তারা পেশাগত দায়িত্ব পালন কিংবা চিকিৎসক পরিচয়ে কার্যক্রম চালাতে পারবেন না।

 

রেজিস্ট্রেশন স্থগিত পাওয়া ব্যক্তিদের মাঝে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের রেজিস্ট্রেশন ৫ বছর,  ডা. ফৌজিয়া ফরিদ, ডা. মোহাম্মদ আক্তার হোসেন, ডা. জাহিদ হোসেন খান, ডা. ফয়জুন নেসা ও ডা. মো. নুরুল আমীন এর ৩ বছর,  ডা. সবুজ কুমার দাস এর ২ বছর, ডা. সাওদা তাসনীম এর ১ বছর, ডা. মো. সুনান বিন ইসলাম, ডা. মো. নাসিফ শাহরিয়ার ইসলাম, ডা. প্রভাস মন্ডল ও ডা. নাহিদা ইয়াসমিন এর ৬ মাস এবং চিকিৎসা সহকারী জাহেদ হাসান এর ৬ মাস জন্য স্থগিত করা হয়েছে।

 

এ ছাড়া ভুয়া সার্টিফিকেট প্রদানের দায়ে আরেক চিকিৎসকের রেজিস্ট্রেশনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি।

 

লঘু অপরাধ প্রমাণিত হওয়ায় বিএমডিসির ৫৩তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আরও ৮ চিকিৎসককে সতর্ক করা হয়েছে এবং ৯টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

 

একই সভায় ছয়জন চিকিৎসককে আনীত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

আরও পড়ুন