Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫


ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বেড়ে ২ জন, নতুন করে আক্রান্ত ৩৩০ জন

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৮৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮ জন, খুলনায় ২৭ জন, ময়মনসিংহে ০৩ জন এবং রংপুর বিভাগে ০৩ জন রোগী ভর্তি হয়েছেন।

 

মৃত ২জনের মাঝে একজন ঢাকা উত্তর সিটি করপরেশনে এবং অন্য জন চট্টগ্রাম বিভাগের।

 

একই সময়ের মধ্যে ৩৮৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ২১০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৯.৪ শতাংশ এবং নারী ৫০.৬ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৬৯ জন।

এ বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

আরও পড়ুন