Advertisement
Doctor TV

রবিবার, ১৩ জুলাই, ২০২৫


ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৪২০

Main Image

ছবিঃ সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সর্বোচ্চ ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৫৭ দশমিক ৯ শতাংশ এবং নারীর হার ৪২ দশমিক ১ শতাংশ।


একই সময়ে ৩৫৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


চলতি বছর দেশে মোট ১৪ হাজার ৮৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৫৮৪ জন। এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। 
 

আরও পড়ুন