ছবিঃ সংগৃহীত
নিরাপদ ক্যাম্পাস ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেন এমবিবিএস ৪৯তম থেকে ৫৩তম ব্যাচ এবং বিডিএস ১০ থেকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মিটফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের দাপট, চাঁদাবাজি, হুমকি এবং অশালীন আচরণের কারণে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। তারা বলেন, দীর্ঘ এক বছর ধরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আওয়াজ তুললেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে তারা ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বর্জনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
একজন শিক্ষার্থী বলেন, “আমরা এখানে পড়তে এসেছি, আতঙ্কে দিন কাটাতে নয়। প্রশাসনের এমন নিশ্চুপ ভূমিকা আমাদের হতাশ করে।”
শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন:
মিটফোর্ড এলাকায় চাঁদাবাজ ও বহিরাগতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে; ক্যাম্পাসে সর্বোতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে; প্রশাসনের পক্ষ থেকে একটি স্থায়ী সমাধান পরিকল্পনা দিতে হবে; এবং চিকিৎসক ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত পুলিশ বক্স স্থাপন করতে হবে।
আরও পড়ুন