Advertisement
Doctor TV

রবিবার, ১৩ জুলাই, ২০২৫


নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে মিটফোর্ডের ইন্টার্ন চিকিৎসকেরা, একাত্মতা প্রকাশ শিক্ষার্থীদের

Main Image

ছবিঃ সংগৃহীত


নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)। একই দাবিতে একাত্মতা ঘোষণা করে কর্ম বিরতিতে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও।

 

রোববার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে, চলবে সারাদিন।

 

শনিবার রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

 

বিবৃতিতে বলা হয়, এই বর্বরোচিত ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং দ্রুত সুষ্ঠু বিচার দাবি করছে। একই সঙ্গে চিকিৎসক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ অবস্থায় হাসপাতাল এলাকায় কার্যকর আনসার মোতায়েন, প্রতিটি প্রবেশপথে সশস্ত্র আনসার সদস্য নিয়োগসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন