Advertisement
Doctor TV

রবিবার, ১৩ জুলাই, ২০২৫


ময়মনসিংহ মেডিকেলে রেটিনা ব্লাড ডোনার ক্লাব এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Main Image


জুলাই বিপ্লব স্মরণে ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে রেটিনা ব্লাড ডোনার ক্লাব (RBDC)। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর কলেজ ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

কর্মসূচির উদ্বোধন করেন RBDC-এর পরিচালক কিবরিয়া এবং উপদেষ্টা ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানে নবাগত ম-৬২ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রত্যেক নবাগত শিক্ষার্থী নিজ হাতে একটি করে চারা রোপণ করে কর্মসূচিতে অংশগ্রহণ করে।

 

RBDC-এর মিডিয়া বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন সাগর জানান, “উদ্যোগটি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নয়, বরং রোপিত প্রতিটি চারার পরিচর্যার দিকেও গুরুত্ব দেওয়া হবে।”

আয়োজকরা জানান, রোপিত গাছের চারা মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং বাকি ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছ।

 

এ প্রসঙ্গে পরিচালক কিবরিয়া বলেন, “কেবল চারা লাগালেই দায়িত্ব শেষ নয়, একটি চারাও যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে।”

উপদেষ্টা ফয়সাল মাহমুদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এই গাছগুলো বড় হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের পরিবেশগত মান আরও উন্নত হবে।”

অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ অনেকেই অংশ নেন। সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

আরও পড়ুন