দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৩ জন করে রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯ জন। তাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী। মোট ১২ হাজার ৭৪৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন।
আরও পড়ুন