Advertisement
Doctor TV

সোমবার, ৭ জুলাই, ২০২৫


জুলাই আহত পুনর্বাসনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ

Main Image

ছবিঃ সংগৃহীত


জুলাই অভ্যুত্থানে আহতদের শরীরে থাকা বুলেট ও পিলেট অপসারণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

 

রাজধানীর পান্থপথে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, অনেক আহত ব্যক্তির শরীরে শতাধিক পিলেট রয়েছে। অপারেশনের মাধ্যমে সেগুলো অপসারণ করতে গেলে শরীরের টিস্যুতে আরও বেশি ক্ষতির আশঙ্কা থাকে। ফলে চিকিৎসা বিজ্ঞানের বর্তমান বাস্তবতায় এগুলো শরীরেই রাখা অধিকতর নিরাপদ।

তিনি আরও বলেন, আহতদের সেবা প্রদানে দেশের চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হয়েছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা।

 

সভায় জানানো হয়, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে শঙ্কার কারণে অনেক আহত ব্যক্তি হাসপাতাল ত্যাগে অনিচ্ছুক। তারা মনে করছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাদের দেখভাল করার কেউ থাকবে না।

চাকরি পুনর্বাসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে আহতদের অধিকাংশই শুধুমাত্র সরকারি চাকরির প্রতি আগ্রহী; বেসরকারি খাতে সুযোগ দেওয়ার পরও তারা সাড়া দিচ্ছেন না।

 

সভায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্তব্য করেন, পুরো বিষয়টি কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা একটি প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। স্বাস্থ্য, সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ হলে পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হতো বলে তিনি মনে করেন।

আরও পড়ুন