ছবিঃ সংগৃহীত
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত।
আটক যুবকের নাম আব্দুর রহমান রকিব (২২)। তিনি যশোর শহরের শংকপুর ইসহাক সড়কের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
তত্ত্বাবধায়ক জানান, কয়েক দিন ধরে রকিব হাসপাতালের বহির্বিভাগে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সহায়তার নামে অর্থ আদায় করছিলেন। এক নারীর কাছ থেকে তিনি ৫০০ টাকা ও চিকিৎসা পরীক্ষার কাগজপত্র নিয়ে পালিয়ে গেলে ভুক্তভোগী যশোর জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর নাম সানজিদা আক্তার, যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্ত রকিব প্রথমে নিজেকে যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক দাবি করেন। পরে তার কাছে পাওয়া পরিচয়পত্রে দেখা যায়, তিনি ‘ইনস্টিটিউট অব হেলথ বরিশাল’-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী। তবে পরিচয়পত্রের সত্যতা এখনো যাচাই করা হয়নি। পরে সানজিদা আক্তারকে খবর দেওয়া হলে তিনি হাসপাতালে এসে রকিবকে শনাক্ত করেন। এরপর তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন