Advertisement
Doctor TV

সোমবার, ৭ জুলাই, ২০২৫


বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছেই

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৬ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধই এখন মুখ্য, কারণ স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা সীমিত। সামর্থ্যের বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।”

 

তিনি আরও বলেন, “মশার বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।”

আরও পড়ুন