Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫


ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে ডিএনসিসির মশক নিধন অভিযান শুরু

Main Image

ছবিঃ সংগৃহীত


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন অভিযান শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালিত এক যৌথ জরিপে এসব এলাকাগুলোতে এডিস মশার ঘনত্ব বেশি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান শুরু করা হয়।

 

বুধবার (২ জুলাই) সকালে ‘অপারেশন ক্লিন টুডে: সেফ টুমোরো’ শিরোনামে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয় রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী স্টাফ কোয়ার্টার এলাকায়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অপরিহার্য। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যেও এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা বাসা-বাড়ির আশেপাশে কোনো পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেয়।

 

জরিপ অনুযায়ী, ডিএনসিসির ২, ৮, ১২, ১৩, ২২ ও ৩৪ নম্বর ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি পাওয়ায় সেগুলোকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কীটতাত্ত্বিক জরিপ অনুযায়ী মোট ছয়টি ওয়ার্ডে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। তাই এসব এলাকায় আজ থেকেই সমন্বিতভাবে লার্ভা ধ্বংস, উড়ন্ত মশা নিধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

 

অভিযানের আওতায় লার্ভিসাইডিং, ফগিং, সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, সতর্কতামূলক নোটিশ প্রদান এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএনসিসি আশা করছে, এই সমন্বিত প্রচেষ্টা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

আরও পড়ুন