Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫


যশোর মেডিকেল কলেজে সকল ধরণের সংগঠনের কার্যক্রম স্থগিত ঘোষণা

Main Image

ছবিঃ সংগৃহীত


যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষের নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১ জুলাই কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

 

জানা যায়, ২০২৩ সালের ৮ আগস্ট একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় সংগঠনগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। তবে অজ্ঞাত কারণে সে নির্দেশ বাস্তবায়ন হয়নি। সম্প্রতি রাজনৈতিক পরিবেশ বদলের পর একটি ছাত্রসংগঠন কলেজে পুনরায় সক্রিয় হয় এবং শিক্ষার্থীদেরও তাতে সম্পৃক্ত করে তোলে। এরই ধারাবাহিকতায় কিছু শিক্ষকও শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে ফেলেন। এর প্রভাব পড়ে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীতেও—যেখানে তৈরি হয় দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ।

 

সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, তারা এই দ্বন্দ্বের শিকার। তাই পরিস্থিতি শান্ত করতে সন্ধানীর কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে নিয়েছেন।

অধ্যক্ষ ডা. আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভাজন ও মুখোমুখি অবস্থানের কারণে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারত। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সন্ধানীসহ সব সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন