Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫


ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের দিনে ১ জনের মৃত্যু

Main Image

ছবিঃ সংগৃহীত


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩২ জন রোগী।

 

বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

আঞ্চলিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময়ে বরিশাল বিভাগে সর্বাধিক ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছেন ৬৫ জন এবং উত্তর সিটিতে ২৯ জন। রাজধানীর বাইরে চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৫১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন