ছবিঃ সংগৃহীত
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামালকে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১ জুলাই মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল বর্তমানে শজিমেকের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে নির্ধারিত পদে এবং কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন