ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৬৮২ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৯০৭ জনই ঢাকার বাইরের বাসিন্দা। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮২ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা ও মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন