ছবিঃ সংগৃহীত
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে শীর্ষস্থান দখল করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. শামীম শাহরিয়ার। দ্বিতীয় স্থানেও রয়েছেন একই প্রতিষ্ঠানের আরেক চিকিৎসক ডা. আবরার হাসান। তারা উভয়েই ঢামেকের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বর্তমানে ডা. আবরার হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ইতোমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, এরপর নটরডেম কলেজে পড়াশোনা শেষে ভর্তি হন ঢামেকে।
গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না থাকায় ২০টি পদ শূন্য রয়ে গেছে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজন হলে প্রকাশিত ফলাফলে সংশোধন করার অধিকার সংরক্ষণ করে কমিশন। যাঁরা কোনো ক্যাডারে মনোনীত হননি, তাঁদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে সরকারের অনুমোদনসাপেক্ষে পর্যায়ক্রমে সুপারিশ করা হবে।
২০২৪ সালের এপ্রিলে মৌখিক পরীক্ষা শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা দুই দফায় স্থগিত হয়। প্রথম দফায় জুলাইয়ে, দ্বিতীয় দফায় ২৫ আগস্ট তা বন্ধ হয়ে যায়। পরে ক্ষমতার পরিবর্তনের পর কমিশনের আগের মৌখিক পরীক্ষাগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের মধ্যেই পুনরায় মৌখিক পরীক্ষাগুলো শেষ করা হয় এবং ফলাফল প্রকাশের মাধ্যমে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
আরও পড়ুন