Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১৩ জন

Main Image

ছবিঃ সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ জন। তবে এ সময়ে করোনা সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৮২ জন। এ বছর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১২৭ জনে। একইসাথে মোট নমুনা পরীক্ষার সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ২৭৯ এ। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। বর্তমানে দেশে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

আরও পড়ুন