ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৪২ জনই ঢাকার বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।
সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৫ জন এবং নারী ৪ হাজার ২১১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা ও মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন