Advertisement
Doctor TV

রবিবার, ২৫ মে, ২০২৫


৪২তম বিসিএস এ উত্তীর্ণ আরও ৫ চিকিৎসককে নিয়োগের আদেশ

Main Image


৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ আরও ৫ চিকিৎসককে নিয়োগ আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জুন পূর্বাহ্নে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশিত/পদায়নকৃত কার্যালয়ে তাদেরকে যোগদান করতে বলা হয়েছে।    

 

বাংলাদেশ সিভিল সার্ভিসে (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে নিয়োগ আদেশ পাওয়া ৫ (পাঁচ) জন চিকিৎসক হলেন- আবু সাঈদ ফেরদাউস, সাকলায়েন আহমেদ, মো. শাহরিয়ার ইসলাম পাভেল, 

মো. জাকের হোসাইন ও সোহান চৌধুরী। 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম ফমিশনের ০৬-১০-২০২১ তারিখের ৮০,০০,০০০০,২০০,৬৪.০১৩.২১-২৭৭ নম্বর পত্রের সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৫ (পাঁচ) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো

 

(ক) তাঁকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

 

(খ) উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনান্তে ঁতাকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

 

(গ) তাঁকে ২ (দুই) বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারী কর্ম কমিশনের পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি হতে অপসারণ করা যাবে;

 

(ঘ) উপানুচ্ছেদ (ক) ও (খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে;

 

(৩) উপানুচ্ছেদ (ক)-এ উল্লিখিত প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে তাঁফে একজন আমানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসফাল উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন। প্রশিক্ষণের জন্য কর্মস্থল হতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট এ বন্ড দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে;

 

(চ) আর ইস্তফা সরকার কর্তৃক গৃহীত হওয়ার পূর্বে যদি তিনি তাঁর কর্তব্য-কাজে অনুপস্থিত থাকেন, তবে উপানুচ্ছেদ (৬) অনুযায়ী তাঁর নিকট সরকারের প্রাণ্য সমুদয় অর্থ পাবলিক ডিমান্ড রিকভারী এ্যাক্ট, ১৯১৩ এর বিধান অনুসারে আদায় করা হবে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে;

 

(ছ) ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা নির্ধারিত হবে;

 

(জ) যদি তিনি কোন বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে;

 

ঝ) চাকরিতে যোগদানকালে তাঁকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ও মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না;

 

(ঞ) এ প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এযুগ ক্ষেত্রে অর দকেরির বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আবেশ প্রযোজ্য হবে এবং সরকার কর্তৃক ভষিভদে প্রণীত্য বিধি-বিধান ও আদেশ অনুজয়ে বে

(ট) The Government Servants (Conduct) Rules, 1979 এম ১০(১) উপবিধি অনুযায়ী তাঁর ও তাঁর পরিবারের সদস্থদের মালিকানাধীন। মখলে থাকা সফল স্থাবর-অস্থাবর সম্পতির বিষয়ণ সম্বলিত একটি ঘোষণাপত্র ভাঁফে চাকরিতে যোগধানের সময় সংশ্লিষ্ট ক্যাজায় নিয়োগকারী সন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ ছাড়া ১০ (২) উপবিধি অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর ডিসেম্বর মানে প্রদর্শিত সম্পতির হাস। বৃষ্টির হিসাব বিষরণী যথাযথ বর্তৃপক্ষের মাধ্যমে ফ্যান্ডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে;

(ঠ) চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো ভ্রমণ ভাভা/দৈনিক ভাতা পাবেন না।

 

২। অনুচ্ছেদ ১ এ উল্লিখিত শর্তাবলী তীর নিকট গ্রহণযোগ্য বিবেচিত হলে আগামী ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২/০১ জুন ২০২৫ পূর্বাছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/পদায়নকৃত কার্যালয়ে যোগদানের জন্য তাঁকে অনুরোধ করা হলো। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন