Advertisement
Doctor TV

শুক্রবার, ২৩ মে, ২০২৫


করোনা-গণঅভ্যুত্থান দেখিয়েছে স্বাস্থ্যখাত কতটা অপ্রস্তুত: ডা. তাসনিম জারা

Main Image


করোনা মহামারি এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান—এই দুই সময়েই দেশের স্বাস্থ্যব্যবস্থার নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার মতে, শুধু সেবাগ্রহীতার নয়, সেবাদাতার চাহিদাও পূরণে ব্যর্থ হচ্ছে বর্তমান স্বাস্থ্যখাত।

বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘যুবদের সংস্কার ভাবনা: কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি’ শীর্ষক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মেলনে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন, একটা স্ট্রাকচারাল ডিজিটাল ওয়েলফেয়ার পাথওয়ে, কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি সার্ভিস এবং মডার্নাইজ হেলথওয়ার্ক ফর স্ট্র্যাটেজি প্রয়োজন।

তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। তার মধ্যে ন্যায্য বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। পদায়ন ও প্রমোশনের ক্যারিয়ার পাথওয়ে নেই। বৈষম্যের শিকার হচ্ছে। কাজের ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হচ্ছে। যারা সেবা নেবেন তাদের জন্য একটা আধুনিক স্বাস্থ্য নীতি প্রয়োজন।

পেটে ব্যথার একটি উদাহরণ দিয়ে পুরো স্বাস্থ্যসেবার সংস্কারের পরামর্শ তুলে ধরে তিনি বলেন, পেটে ব্যথা হলে আমি কী করবো? সিরিয়াস কিছু নাকি ধৈর্য নিয়ে নিজের যত্ন করলেই হবে। এটার জন্য সার্চ করে। কিন্তু নির্ভরযোগ্য পথ নেই। এ জন্য হেলথ ইনফরমেশন একটা অ্যাপস দরকার।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা করেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আবু মোহাম্মদ জাকির হোসেন ও অধ্যাপক লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।


 

আরও পড়ুন