Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


বিএমইউর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন স্থগিত

Main Image


চীন সরকারের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ বুধবার (২০ মে) সকালে বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। 

 

বিএমইউ’র রেজিস্ট্রারের পক্ষ থেকে জানানো হয়. ‘‘অদ্য ২১/০৫/২৫ইং তারিখ বুধবার ১২টায় অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের স্থাপিত রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।’’

 

উল্লেখ্য, আজ বুধবার (২০ মে) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ আরও অনেকে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।  
 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেশের প্রথম রোবোটিক রিহ্যাব সেন্টারটিতে রয়েছে ৬২টি উন্নত রোবোটিক থেরাপি ইউনিট। এর মধ্যে ২২টি চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত হবে ইউনিটটি।

 

সংশ্লিষ্টরা জানান, সেন্টারটিতে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য- জুলাই গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের বিনামূল্যে চিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা। পাশাপাশি দেশের সাধারণ রোগীদের চিকিৎসাতেও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি। 

আরও পড়ুন