ছবি সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ও অন্যান্য শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ৩ হাজার ৫১২ জন প্রার্থীকে।
মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)।
বিপিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রার্থিতার বিষয়টি সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। অর্থাৎ, প্রার্থীদের নথিপত্র যাচাই এবং পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগ কার্যকর হবে।
জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স পদে এত সংখ্যক নিয়োগের মাধ্যমে দেশের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং সেবার ঘাটতি অনেকটাই পূরণ হবে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে নার্সের ঘাটতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান ছিল, যা জনসাধারণের সেবাপ্রাপ্তিকে ব্যাহত করছিল।
আরও পড়ুন