Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


নার্সিং ভর্তি পরীক্ষায় দেশসেরা ময়মনসিংহের মৌমিতা

Main Image


নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হলেন ময়মনসিংহের ত্রিশালের মৌমিতা আক্তার। তিনি ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক ও সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মোছা. তাসলিমা আক্তারের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থী। তিনি বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ ও ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।  

 

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই ইচ্ছা পূরণ করতে তিনি ময়মনসিংহ শহরের একটি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মৌমিতা।  

আরও পড়ুন