Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫


রংপুর কমিউনিটি মেডিকেলে অত্যাধুনিক ক্যাথল্যাব চালু

Main Image


রংপুরবাসীর জন্য হৃদরোগ চিকিৎসায় যুক্ত হলো নতুন অধ্যায়। বৃহস্পতিবার (১৫মে) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সমন্বিত ‘হার্ট সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে ক্যাথল্যাব উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

 

সংশ্লিষ্ট চিকিৎসকদের দাবি, অত্যাধুনিক ক্যাথল্যাব চালু হওয়ায় এখন থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে রক্তনালীর ব্লক নির্ণয়, রিং পরানো ছাড়াও পেসমেকার প্রতিস্থাপন করা যাবে। 
 

প্রসঙ্গত রংপুর গ্রুপের প্রতিষ্ঠিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য খাতে সবসময় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে রোগীদের আরো কাঙ্ক্ষিত চিকিৎসা রংপুরেই ব্যবস্থা করতে চায় প্রতিষ্ঠানটি। 

 

আরও পড়ুন