Advertisement
Doctor TV

শনিবার, ১৭ মে, ২০২৫


জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা দ্বিগুন হচ্ছে

Main Image

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)


জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৪২০ কোটি টাকা ব্যয়ে ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন সরকার। ধার্যকৃত ব্যয়ের টাকা চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারি ২০২৬ হতে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫) পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

 

২০০৭ সালে যাত্রা শুরু করা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশ সরকার পরিচালিত জনল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠান। এটি চক্ষুরোগাক্রান্ত যেকোন বয়সী ব্যক্তির চোখের চিকিৎসায় ও পুনর্বাসনে নিয়োজিত। এই ইনস্টিটিউটে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক চিকিৎসা অবকাঠামো ও পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। ব্লক এ, বি ও সি এই তিনটি ভবনে ইনস্টিটিউট ও হাসপাতালটির সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেবা কার্যক্রমের মধ্যে জরুরি বিভাগ নিচতলায় এবং আই.সি.ইউ, ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার বি ব্লকের চতুর্থ তলায় বিদ্যমান।

সরকারি পর্যায়ের এ শীর্ষ প্রতিষ্ঠানটি দেশবাসীকে উন্নত চক্ষু সেবা প্রদানের পাশাপাশি যথাযথ দক্ষতাসম্পন্ন মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ প্রদান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। 

আরও পড়ুন