শিক্ষার্থীদের দাবিরমুখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সময় আগামী শনিবার (১৭ মে) থেকে ১ ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আগামী ১৭ মে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত খোলা থাকবে।
ইতোপূর্বে বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সময় নির্ধারিত ছিল প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আরও পড়ুন